হবিগঞ্জ ৫৫ বিজিবি’র একাধিক অভিযানে প্রায় ১ কোটি ১৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, ঔষধ, গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার মাধবপুর উপজেলাধীন সাতছড়ি তেলিয়াপাড়া রোডে সীমান্ত থেকে ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা। সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটার মধ্যে সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান বিজিবির টহল দলের নিকটবর্তী হলে সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স, ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীম এবং বিপুল পরিমাণ অবৈধ ঔষুধ আটক করে যার মূল্য প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার অধিক।
এছাড়াও, ৫৫ বিজিবি চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল গতকাল বিকেলে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফরেস্ট এলাকা নামক স্থানে গোপনে টহল পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে একটি গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে আসার প্রাক্কালে বিজিবির টহলদল ধাওয়া করলে ভারতীয় গরু এবং সাথে থাকা ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) রেখে দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।