নবীগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরা নিয়ে দু’গ্রামের সংঘর্ষ ॥ আহত ২৫
তারিখ: ২৭-ডিসেম্বর-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর একটি অংশে মাছ ধরাকে কেন্দ্র করে আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর ও দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে কুশিয়ারা নদীর রক্ষা বাঁধ (ডাইক) এলাকার মধ্যভাগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর একটি নির্দিষ্ট অংশে মাছ ধরাকে কেন্দ্র করে পাহাড়পুর গ্রামের আনহার মিয়া গং ও দুর্গাপুর গ্রামের নুরুল আমিন গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে পাহাড়পুর গ্রামের মো. মুজিবুর রহমান (৪৫), মো. বশির মিয়া (৫৫), সালমান মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৩০), মজিদ মিয়া (৪৫), আব্দুল হান্নান, ইসলাম উদ্দিনসহ ১০-১২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৫-৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় উভয় পক্ষকে শান্ত করা হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রথম পাতা