লাখাইয়ে বুলেট খেয়ে বাবুল নামে এক যুবকের আত্মহত্যা
তারিখ: ২৭-ডিসেম্বর-২০২৫
সুশীল চন্দ্র দাস, লাখাই ॥

 লাখাইয়ে ইঁদুরের বিষ বুলেট পানে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবকের নাম বাবুল দাস (১৮)। তিনি লাখাই উপজেলার ১নং ইউনিয়নের মামুদপুর গ্রামের নারায়ন দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে বাবুল দাস বেশ কিছুদিন (২য় পাতায় দেখুন) ধরে মানসিক ভাবে আক্রান্ত ছিল, সে প্রায় সময় বিষ খেয়ে মরে যাবে বলে পরিবারের লোকজন কে বলতো। শুক্রবার দুপুরে বাবুল দাস ইদুরের বিষ বুলেট  পান করে। পরে তাকে বিষাক্রান্ত অব¯ প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে সদর হাসপাতারে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় সে।

প্রথম পাতা