নবীগঞ্জে সমাজসেবায় আশরাফ উদ্দিনের অনন্য ভূমিকা
তারিখ: ২৭-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 নবীগঞ্জের বিশিষ্ট সমাজকর্মী, রোটারিয়ান এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার আশরাফ উদ্দিন একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে সমাজসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নবীগঞ্জ উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়ক পুনঃসংস্কারের অনুমোদন প্রদান করা হয়। বর্তমানে এসব সড়কের মধ্যে দত্তগ্রাম ও আইনগাঁও সড়কের কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, অনুমোদিত সড়কগুলোর পুনঃসংস্কার সম্পন্ন হলে দীর্ঘদিন ধরে চলমান যানবাহন চলাচলের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
দত্তগ্রাম সড়কের কাজ শুরু হওয়ার পর গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) কাজের অগ্রগতি পরিদর্শন করেন সমাজসেবক আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল হাকিম, বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, আব্দুর রাকিব, শাহ হোসাইন আলী, হিফজুর রহমান, ছানু মিয়া, আবু ইউসুফ, ছুরাব উদ্দিন, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব হক্কানী, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা মোজাহিদ আহমেদ, নুরুল হক ধন মিয়া, ফরিদ মিয়া, ফজল মিয়া, শরিফ উল্লাহ, ছাদ মিয়া, মর্তুজ আলী, নাসির মিয়া, হিরু মিয়া, সেলিম মিয়া, তাহের মিয়া, শুভেচ্ছা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং নবীগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সালেহ আহমেদসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আশরাফ উদ্দিনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে স্থানীয়রা বলেন, “আলহামদুলিল্লাহ, এমপি বা মন্ত্রী না হয়েও যিনি চাওয়ার আগেই সবকিছু পূরণ করে দেন, তিনি আমাদের সবার গর্ব ও অহংকার প্রিয় আশরাফ উদ্দিন। তাঁর জন্ম না হলে হয়তো দত্তগ্রামসহ নবীগঞ্জ উপজেলাবাসী আজও অন্ধকারে নিমজ্জিত থাকত। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ তাঁর হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। আমরা দত্তগ্রামবাসী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
উল্লেখ্য, সমাজসেবক আশরাফ উদ্দিন ইতোমধ্যে নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শতাধিক ব্রিজ-কালভার্ট ও সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নিরলস ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে সাধারণ জনগণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রথম পাতা