শীতকে সামনে রেখে হবিগঞ্জ শহরে চোরচক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকার বাসা-বাড়িতে হানা দিচ্ছে। চোরের দল বাসা, বাড়ির বৈদ্যুতিক তার, এসিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সদর থানা পুলিশের পক্ষ থেকে চোরদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার সদর থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের নির্দেশে চৌধুরী বাজারের ফাঁড়ির এসআই সিরাজ মৌলা অভিযান চালিয়ে ৩ তালিকাভুক্ত চোরকে আটক করেছেন। তারা হল, মামুন মিয়া, ইদ্রিস মিয়া ও তাউছ মিয়া। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।