হবিগঞ্জ-৪ আসনে বাসদের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী মুজিবুর রহমান
তারিখ: ২৭-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থীর নাম মুজিবুর রহমান ফরিদ। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাসদের নির্বাচনী প্রতীক মই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিপূর্বে এ আসনে বাসদের প্রার্থী হিসেবে জেলা কমিটির সদস্য আব্দুল কদ্দুছ মজুমদারের নাম ঘোষণা করা হয়েছিল। তাঁকে পরিবর্তন করে মুজিবুর রহমান ফরিদকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম।

প্রথম পাতা