স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের দীঘলবাগ গ্রামে শহীদ মিয়া ও চনু মিয়ার লোকজনের মধ্যে এই ভয়াবহ টেটা যুদ্ধের ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেটা বিদ্ধ কাশেম মিয়া (২২)সহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সোবহান মিয়া (৫৫), শহীদ মিয়া (৬০), মমীন মিয়া (৫০), রৌফ মিয়া (৪৫), লিবাস মিয়া (৩২) রুবেল মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ও চনু মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার সহ জমি-জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দু’পক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। পরে আহতদের কেউ কেউ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।