নবীগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলার গালিমপুর মৌজার গালিমপুর গ্রামে সরকারি মালিকানাধীন উর্বর ধানী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে দেখা যায়, কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা চালানো হচ্ছে।
এসময় আব্দুল গফুরের পুত্র ফারুক মিয়া অপরাধ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।