স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি পাপিয়া আক্তার ফিতা কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে মনোমুদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন স্কুলের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-হাফসা। বক্তব্য রাখেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক রুকেয়া খানম, স্কুলের শিক্ষক নিরেশ চন্দ্র দাশ, সরওয়ার আলম, রুমা দেব, খন্দকার নাসির উদ্দিনসহ অনেকেই। পরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।