বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন- আমাকে নির্বাচিত করলে হিন্দু-মুসলমান একসাথে শান্তিতে থাকতে পারবে। তিনি বলেন- ধানের শীষ মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতীক। ধানের শীষে ভোট দিলে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় থাকবে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের বলদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান ও ৫নং দৌলতপুর ইউনিয়নের তেলঘরিয়া গ্রামে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বদলপুর ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ডাঃ জীবন গণসংযোগ ও সমাবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এলাকার বিপুল সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন জানান। গনসংযোকালে তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আরো বলেন- এলাকার উন্নয়নে স্বার্থে আগামী ১২ ফের্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে। তাই এই নির্বাচনে প্রত্যেক জনগণ ভোট কেন্দ্রে যাবেন এবং নিজেদের পচন্দের প্রার্থীদের ভোট দেবেন। আমি একজন প্রার্থী হিসেবে সকলের ভোট কামনা করছি। তিনি আরো বলেন- নির্বাচিত হলে এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানন্নোয়নে আমি কাজ করবো। কোথাও দুর্নীতি অনিয়ম হবে না। সরকারি বরাদ্দের শতভাগ টাকা সুষম বন্টন নিশ্চিত হবে। সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়নে কৃষকদের কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। গনসংযোগকালে তার সাথে ছিলেন- বিএনপির নেতৃত্বাধীন জোট সকল দলের নেতাকর্মীরা।