বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে
তারিখ: ২৭-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সোমবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পায়ে হেঁটে, মোটর সাইকেলে, গাড়িতে, চলেছেন অবিরাম। সময় হলেই দাঁড়িয়ে যাচ্ছেন নামাজে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানার চেষ্টা করছের তাদের সমস্যার কথা, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি।
জি কে গউছ বলেন- গত ১৭ বছর দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তরুণ-তরুণীরা ভোটার হয়েছেন কিন্তু ভোট সেন্টারে যেতে পারেন নাই। কারণ ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ জোর করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে নিয়েছিল। কিন্তু আওয়ামীলীগের শেষ পরিণতি ভাল হয়নি। সেই দিন আর ফিরে আসবে না। আগামী ১২ ফেব্রুয়ারী আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। ইনশাআল্লাহ, ধানের শীষ নির্বাচিত হলে, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
তিনি বলেন- দেশকে ভালবাসতে হবে, দেশকে নিজের অন্তরে ধারণ করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকেই বিশ্বাস করতে হবে, তাদেরকেই ভোট দিতে হবে। যারা দেশকে ভালবাসে না তারা কিভাবে দেশের মানুষকে সেবা দিবে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে।
জি কে গউছ বলেন- কোটায় নয় মেধার ভিত্তিতে চাকুরী দেয়া হবে। এ জন্য আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বেকার যুবকদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। দেশের বহু মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যায়। এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে যায় না। এই মানুষগুলোকে বিভিন্ন রকম ট্রেনিং দেয়া হবে, যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন- মানুষ বিশ্বাস করে ভোট দিলে আমানতের খিয়ানত করা যাবে না। মানুষকে ঠকানো যাবে না। দুর্নীতি এবং বিএনপি এক সাথে চলতে পারবে না। মানুষের ভোটের প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিব, ইনশাআল্লাহ।
নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজনু তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

প্রথম পাতা