স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুত্রসহ তিনজনকে আটক করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাত থেকে সোমবার (২৬ জানুয়ারি) ভোর পর্যন্ত বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানী মহল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাসমত আলী খান (বুছা চেয়ারম্যান)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ গোলাবারুদসহ চেয়ারম্যানের লাইসেন্সকৃত একটি দু’নলা বন্দুক, বিপুল পরিমাণ কার্তুজ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার পুত্র রেছালত আলী ওরফে ছাতু খান (৬৮)-কে আটক করা হয়।
একই রাতে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রর্থমরেখ মহল্লায় আব্দুল হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তার পুত্র রাজু মিয়া (২০)-কে আটক করা হয়।
এছাড়া ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লায় বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি বড় এয়ারগান, বেশ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার পুত্র রকি মিয়া (২৫)-কে আটক করা হয়। রাতভর অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক তিনজনকে সেনাবাহিনী বানিয়াচং থানার পুলিশের কাছে হস্তান্তর করে।