স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ইংল্যান্ড বিএনপি নেতা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পলিসি ফোরাম ইউকে ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কবির। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল সকালে হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিল্লাদ হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হামীম।