সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী আজ
তারিখ: ২৭-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক ও বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ শাহ্ এ এম এস কিবরিয়ার ২১তম প্রয়াণবার্ষিকী আজ। এ উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কিবরিয়া ফাউন্ডেশন। শুরুতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে শহীদ কিবরিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আরডি হলে শিশু-কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বেলা ১১ টায় একই স্থানে শহীদ কিবরিয়ার জীবন, কর্ম ও অবদানের মূল্যায়নভিত্তিক স্মরণসভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ্ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া।
সভাপতিত্ব করবেন প্রয়াণবার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। 
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী আওয়ামী লীগের এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন।

প্রথম পাতা