বানিয়াচংয়ের পুকড়ায় কৃষি জমি থেকে চলছে অবৈধভাবে মাটি কাটা
তারিখ: ২৭-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥ “

 বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল ও দউরা গ্রামের কৃষি জমি থেকে বিনা অনুমতিতে এক্সকেভেটর দিয়ে রাতের আধারে কাটা হচ্ছে মাটি। আর এসব মাটি ট্রাক্টর দিয়ে পরিবহনের ফলে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠছে। দ্রুত এসব মাটি পাচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয়দের। 
এলাকাবাসী জানান- প্রতিদিন জমি ও সরকারী পতিত জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটছে কাটখাল গ্রামের আব্দুল মোতালিব ও তার সহযোগীরা। বিগত একমাস যাবত লাখ লাখ টাকার মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাব কাটিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছে তারা। সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার কারণে গ্রামবাসীর নিঘুর্ম রাত কাটাচ্ছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

প্রথম পাতা