স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা অধ্যক্ষ স. উ. ম আব্দুস সামাদ। গতকাল তিনি সকালে হবিগঞ্জের পপুলার হাসপাতালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরবর্তীতে তিনি দুপুর ১ টায় লাখাই উপজেলার বুল্লা বাজারে পথসভায় বক্তব্য রাখেন। বিকাল ৫টায় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা রেলগেইটে বক্তব্যে রাখেন। তিনি বলেন, যোগ্য, সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ডা. এস এম সরওয়ারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় বিভিন্নস্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আজাদ হোসাইনসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ইসলামী ফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নির্বাচনের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ডা. এস এম সরওয়ারের নেতৃত্বে হবিগঞ্জ-৩ আসনে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ব্যাপারে তারা আশাবাদী।