নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল
তারিখ: ২৭-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 বিএনপির শাসনামলে নারী সমাজ সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ–৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। সোমবার  বিকেলে চুনারুঘাট মধ্য বাজারে চুনারুঘাট মহিলা দল আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় নারী নেত্রী ও কর্মীদের ব্যাপক  উপস্থিতি ছিল।
সৈয়দ ফয়সল বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মেয়েদের শিক্ষা বিস্তৃত হয়েছে এবং নারী সমাজ আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া সব সময় চাইতেন, নারীরা যেন সমাজের সর্বস্তরে যোগ্যতার ভিত্তিতে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের সমাজে নারী জনগোষ্ঠী এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পিছনে রেখে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। এ বাস্তবতা উপলব্ধি করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারী সমাজের উন্নয়ন, নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছেন।
চা শ্রমিক নারীদের প্রসঙ্গ টেনে সৈয়দ ফয়সল বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর চুনারুঘাটে ২৩টি চা বাগানে কয়েক হাজার কর্মজীবী নারী কাজ করছেন। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জীবনমান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে এসব নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার অনুরোধ জানান।
তিনি বলেন, জনগণ যেন জেনে-বুঝে ধানের শীষ প্রতীকে ভোট দেন। বিএনপি ক্ষমতায় এলে ন্যায়, সমতা ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট মহিলা দলের আহ্বায়ক রোকশানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। আরও বক্তব্য দেন মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার, জুবেদা খাতুন, শিল্পী আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম পাতা