হবিগঞ্জ পৌরসভা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শহরের উত্তর শ্যামলী এলাকায় পুরাতন খোয়াই নদীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। গতকাল মঙ্গলবার সকালে এ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। উদ্বোধনকালে প্রশাসক বলেন ‘পরিচ্ছন্নতা কাজ করার পর পরিবেশ যাতে সুন্দর ও স্বাস্থ্যকর থাকে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি আরো বলেন, পুরাতন খোয়াই নদীর দক্ষিন অংশে যেভাবে সৌন্দর্য্য বর্ধন করা হয়েছে ঠিক সেভাবে উত্তর অংশকেও সুন্দর আর পরিচ্ছন্ন করা প্রয়োজন। সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এই শহরকে একটি সুন্দর বাসযোগ্য শহরে পরিনত করতে চাই।’ এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও উত্তর শ্যামলী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ।