ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্র অবসান ঘটাতে হ্যা ভোট দিতে হবে
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করে বলেন, হ্যা ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্র অবসান ঘটাতে হ্যা ভোট দিতে হবে। বিগত বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে। সংসদে গান বাজনা হয়েছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফ্যাসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যা এর পক্ষে ভোট দিতে হবে। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার  মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব মোরশেদ খান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরি'র সংস্কার পরবর্তী উদ্বোধন করেন এবং মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভোট সেন্টার পরিদর্শন করেন।