হবিগঞ্জের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে জেলা শ্রমিকদলের আহবান
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা শ্রমিকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধায় নতুন খোয়াই মুখ রোডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান। জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনসারী রতন এর পরিচালায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুস শহীদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, হবিগঞ্জ পৌর শ্রমিকদলের সদস্য সচিব আবু কাওছার সাজ্জাদ, বানিয়াচং উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ও জেলা শ্রমিকদল নেতা শেখ নুরুল হক লিটন, জেলা শ্রমিকদল নেতা শেখ রহমত আলী, আশরাফুল আলম সবুজ, আজিদ খান, আক্তার মিয়া, তাজুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মালেক, সৈয়দ আলী, আব্দুর রহিম, আমির আলী, রুবেল মিয়া, রফিক মিয়া, নেপাল রায়, রিপন মিয়া, সমুজ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা জামাল মিয়া, রুহুল আমিন, খোকন মিয়া, ইনু মিয়া, আব্দুস সালাম, কাজল মিয়া, জুবেদ মিয়া, রাকিব মিয়া, হাছান আলী, নাজমুল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের সম্মানিত নেতৃবৃন্দকে নির্বাচনী প্রচারণায় ঝাপিয়ে পড়ার জন্য আহবান জানানো হয়।