খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিটিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥


 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভূক্ত বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-১৯০০) এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর শায়েস্তানগরস্থ টেলিফোন ভবনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এম জি মোহিত, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, আব্দুল কাইয়ুম, ময়না মিয়া, পৌর শ্রমিকদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক শফিকুর রহমান সফিক, আলকাছ মিয়া, সৈয়দ হুমায়ুন কবির।
বিটিসিএল এর ম্যানেজার সাগর আহমেদের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান উজ্জল, সাজিদ মিয়া, আব্দুর রহিম জুয়েল, মকবুল হোসেন, শাহিন মিয়া, রুপক বাবু, বশির মিয়া, আফরোজ মিয়া, শামিম মিয়া, জলফু মিয়া, মন্টু রায়, আব্দুল খালিদ, নিরঞ্জন পাল প্রমুখ।