বাহুবলে ড.রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে নিয়ে অপপ্রচার
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) এক ভিডিও বার্তায় হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া বলেন, ‘আপনারা আমাকে গালাগালি করেন সমস্যা নাই। আমাদের লক্ষ্যটা বলে যাই, যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছেন, তারা একদিন আমাদের দেয়া হাসপাতালে ১৪ গোষ্টিসহ চিকিৎসা নিবেন, তাদের ছেলে-মেয়ে ১৪ গোষ্টি আমাদের স্কুলে পড়াশুনা করে শিক্ষায় শিক্ষিত হবেন। আমাদের সড়ক দিয়ে চলাফেরা করবে, ইনশাআল্লাহ’। গতকাল বাহুবল প্রেসক্লাবের সাথে ড. রেজা কিবরিয়ার মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ‘প্রতিবাদী বাহুবল’ নামে এক ফেসবুক আইডি লিখা হয়, লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। এই মহিলাকে কেউ  থামান। সহ্যের বাহিরে চলে যাচ্ছে, আগামী ১ সপ্তাহের মাঝে নির্বাচনের খেলা সুজাতের পক্ষে যাবে ৭০% লিখে রাখেন। এই অল্প বয়সী কুমারিকে কেউ থামান’। সিমি কিবরিয়াকে নিয়ে ফেসবুকে এমন মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেন ড. রেজা কিবরিয়ার কর্মী-সমর্থকরা ও রাজনৈতিক সংগঠনের নেতারা। পাশাপাশি অপপ্রচারে নিন্দা জানিয়েছে বাহুবল প্রেসক্লাব। 
বাহুবলর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান নোমানের স্বাক্ষরিত পত্রে বলা হয়, আজ (গতকাল) বাহুবল প্রেসক্লাবের সাথে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় করা যে কোনো প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। প্রায় ৪০ মিনিটের এই মতবিনিময় সভায় তিনি কোনো বিতর্কিত বা আপত্তিকর বক্তব্য প্রদান করেননি। দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী দুষ্কৃতকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার এবং সত্য যাচাই করে মতামত গঠনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
সচেতন মহল বলছেন, সিমি কিবরিয়ার বিরুদ্ধে এমন মন্তÍব্য অযৌক্তিক ও মানহানী বটে। নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তাদের প্রশ্নবিদ্ধ করতেই ভিডিওটি কাটছাঁট করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে।  
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ড. রেজা কিবরিয়ার পক্ষে সভা-সমাবেশ ও গণ সংযোগে যোগ দিচ্ছেন তার স্ত্রী সিমি কিবরিয়া। ভোটের মাঠে তিনি ড. রেজা কিবরিয়াকে বিজয়ী করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।