প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক নারী সংগঠন আনন্দময় পরিবেশে বৈচিত্রের সাথে উদযাপন করলো ইনার হুইল ডে। ১০ জানুয়ারি ছিল ইনার হুইল ডে। তাই এ দিন টিকে আরও তাৎপর্যপূর্ণ করতে এ উপলক্ষে ২৩ জানুয়ারী চন্ডিছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্লাবের লোগো সম্বলিত ব্যাগ উপহার দেওয়া হয় এবং শীতার্তদের মাঝে শীতের কম্বল ও ঠোঁটের প্রেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। চা বাগানের এসব কোমলমতি শিশুরা খুব খুশি এসব শিক্ষা সরঞ্জাম পেয়ে। সেক্রেটারি কুমকুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রওশনআরা আক্তার। শিশুদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২য় পর্বে চা বাগানের ডাক বাংলোতে মনোরম পরিবেশে পালন করা হয় ইনার হুইল ডে। প্রেসিডেন্ট সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেক কেটে, গান, ধামাইল, গল্প, ফটোসেশান এর মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রওশনআরা আক্তার, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সেক্রেটারি কুমকুম চৌধুরী, ফাস্ট প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার নীহারিকা হেলেন খান, সদস্য নাজিরা আক্তার নাজু ও তাদের ছেলেমেয়েরা।