স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ উপজেলার রানীগাঁও গ্রামের আকদ্দছ আলীর ছেলে আক্তার হোসেন রুবেলকে আটক করে সেনাবাহিনী। পরে সোমবার রাতে তাকে নবীগঞ্জ থানায় সেনাবাহিনী হস্তান্তর করে। তবে নবীগঞ্জ থানা পুলিশ তাকে সাধারণ ধারায় আদালতে প্রেরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, রুবেলকে নবীগঞ্জ থানা পুলিশ দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দেখিয়ে আদালতে প্রেরণ করে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রুবেলের বিরুদ্ধে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ থাকলেও সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার না দেখিয়ে ১৫১ ধারায় কোর্টে পাঠানোয় প্রকৃত ঘটনার যথাযথ তদন্ত নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। অনেকের মতে, বিষয়টি আরও গভীর তদন্তের দাবি রাখে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনায় আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবেই ১৫১ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।