ফান্দাউকের পীরের দোয়া নিলেন মোমবাতি প্রতীকের প্রার্থী ডা. সরওয়ার
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও মোমবাতি প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ার নাছিরনগর ফান্দাউক দরবার শরীফের পীর গদিনিশিন সৈয়দ আবু সালেহ মামুন হোসাইনী  সাথে দেখা করেন। তিনি মোমবাতি প্রতীককে সমর্থন ও ডাঃ এস এম সরওয়ার কে দোয়া করেন। তিনি হবিগঞ্জ-৩ আসনের জনগনের উদ্দেশ্যে বলেন আগামী ১২ তারিখ সুন্নীজোটের প্রার্থী ডাঃ এস এম সরওয়ার কে মেমবাতি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। 
এ সময় ডা. এস এম সরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দসহ বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা