উন্নয়ন, সুচিকিৎসা ন্যায়বিচার পেতে আমাকে ধানের শীষে ভোট দিন
তারিখ: ২৮-জানুয়ারী-২০২৬
বানিয়াচং প্রতিনিধি ॥

 হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন-১২ ফের্রুয়ারি উন্নয়ন, চিকিৎসা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন। ধানের শীষ হলো ঐক্যের প্রতিক। ধানের শীষ নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে আমি কাজ করবো। আমাদের নেতা তারেক রহমানও ওই উদ্দেশ্য নিয়ে দেশে ফিরেছেন। গতকাল তিনি দৌলতপুর ইউনিয়নের মুরাদপুরে বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনী সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন- আমাকে নির্বাচিত করলে হিন্দু-মুসলমান একসাথে শান্তিতে থাকতে পারবে। তিনি বলেন-ধানের শীষ মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিক। ধানের শীষে ভোট দিলে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় থাকবে। এলাকার মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে আমি কাজ করে যাচ্ছি। আশাকরি ১২ ফের্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দিয়ে এর মূল্যায়ন করবেন। আমি নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কাজ করবো। কোথায় দুর্নীতি অনিয়ম হবে না। সরকারি বরাদ্দের শতভাগ টাকা সুষম বন্টন নিশ্চিত হবে। সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়নে কৃষকদের কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বানিয়াচং সদরের ১ উত্তরপুর্ব ইউনিয়নের ৯নং মজলিসপুরে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি সকালে ধামারগাও, তেলঘড়ি, করচার গ্রামে ঘরে ঘরে গিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সকলের সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন জানান। গনসংযোগকালে তার সাথে ছিলেন- বিএনপির নেতৃত্বাধীন জোট সকল দলের নেতাকর্মীরা।