হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা থেকে প্রিয়াঙ্কা দাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিজ বাসভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্র জানায়, প্রিয়াঙ্কা দাস ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত প্রিয়াঙ্কা দাস লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা গ্রামের উদয় দাসের মেয়ে। তিনি স্বামী সোনানন্দ দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় বসবাস করে আসছিলেন। সোনানন্দ দাসের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ঢেংগারখলা গ্রামে।
জানা যায়, সোমবার রাতে প্রিয়াঙ্কা দাস ও তার স্বামী একই বিছানায় শুয়ে ছিলেন। স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় তিনি ঘরের ভেতরের আরেকটি কক্ষে গিয়ে ফাঁস লাগান। বিষয়টি টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এ বিষয়ে স্বামী সোনানন্দ দাস সাংবাদিকদের জানান, তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ বা ঝগড়াঝাটি ছিল না। তারা শান্তিপূর্ণভাবেই সংসার জীবন যাপন করছিলেন। প্রতিবেশীদের কাছ থেকেও নিহতের পারিবারিক জীবনের বিষয়ে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। হৃদয়বিদারক বিষয় হলো-নিহত প্রিয়াঙ্কা দাসের প্রায় এক বছর বয়সী একটি কোলের শিশু সন্তান রয়েছে।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর থানার এসআই আওলাদ হোসেন জানান, মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।