এম.এ মুহিত,নবীগঞ্জ ॥
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন অতীতের জরাজীর্ণ লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য অনেক চড়াই-উৎরাই, জীবন আর রক্ত দিতে হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ হতাশ হয়েছে। এ দেশে মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে, এ দেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে মামুনুল হক বলেন, সজাগ হয়ে যান। আমাদের নারী গণসংযোগকারী আমার মা-বোন, কন্যারা আমাদের প্রতীকের প্রচারণার জন্য মা-বোনদের কাছে যাচ্ছে। তাই তাদের শান্তিপ্রিয় গণসংযোগে ভীতসন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী কায়দায় মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করা না হলে, হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারো থাকবে না। জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী প্রমুখ।