মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ ॥
শায়েস্তাগঞ্জের কুটির গ্রামের মুক্তিযোদ্ধা কর্পোরাল (অবঃ) ফারুক মিয়া (৭৪) গত সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল মঙ্গলবার ভোরে তার লাশ নিজ বাড়ি শায়েস্তাগঞ্জ নতুন বীজ সংলগ্ন কুদ্রতীয়া মাদ্রাসা নিকটস্থ বাস ভবনে নিয়ে আসলে এলাকার শত শত নারী ও পুরুষ তাকে এক নজর দেখতে ভীড় জমান। গতকাল বেলা ২টায় তার জানাযার নামাজ জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজারো মুসল্লীগন অংশ নেন। জানাযা শেষে প্রথমে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী সম্মান প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুল দিয়ে-শ্রদ্ধাঞ্জলী সম্মান প্রদর্শন করা হয়। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা,২পুত্র ও অসংখ্য গুন গাহি রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-বীর মুক্তি যোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মক্তি যোদ্ধা মোঃ আব্দুল আজীজ, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, তানভীর সিফাতুল্লাহ, মোঃ বীর মুক্তযোদ্ধা আঃ খালেক, মোঃ জিয়াউল হক, প্রমূখ।