খালেদা জিয়ার সুস্থতা কামনায় হৃদয়ভরা প্রার্থনা, কাঁদলেন হাজারো মানুষ
তারিখ: ১৮-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হলো হবিগঞ্জ জেলা বিএনপির বিশাল গণদোয়া মাহফিল। গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল শুরু হওয়ার আগ থেকেই জড়ো হতে থাকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুরো ঈদগাহ ময়দানে উপচে পড়া ভিড়ের কারণে আশপাশের সড়কেও দাঁড়িয়ে দোয়ায় অংশ নিতে দেখা যায় মানুষের ঢল।
মাহফিলে বিএনপি, যুবদল, জাসাস, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে বিএনপির এটি অন্যতম একটি বৃহৎ জনসমাগম ছিল। 
মাহফিলে মোনাজাতের প্রাক্কালে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। খালেদা জিয়া নিজের স্বার্থে নয়, দেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। আজ তিনি অসুস্থ, দেশবাসী তাঁর সুস্থতা কামনায় দোয়া করছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জের মানুষ হৃদয়ের গভীর থেকে প্রার্থনা জানাতে সমবেত হয়েছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের বিশ্বাস।
তিনি বলেন- দেশের প্রতি, দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা অতুলনীয়। তাঁর সুস্থতা শুধু একটি ব্যক্তির সুস্থতা নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। খালেদা জিয়া সুস্থ হলে বাংলাদেশে আবার ন্যায় বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সাহস প্রেরণা শক্তি যোগাবে। তিনি খালেদা জিয়ার জন্য হবিগঞ্জের সর্বস্থরের মানুষের নিকট দোয়া কামনা করেন।
মাহফিলের মোনাজাতে ‘হে আল্লাহ, খালেদা জিয়াকে সুস্থ করে দাও’ এই আর্তনাদে পুরো ঈদগাহে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও দেশের শান্তি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক সহনশীলতা এবং নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।
মাহফিলে মোনাজাত পরিচানানা করেন মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মিলাদ পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম।

প্রথম পাতা