লটারির মাধ্যমে নির্বাচিত হবিগঞ্জের ৯ থানার ওসি
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৯ থানা রয়েছে। 
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোনায়েম মিয়া, শায়েস্তাগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. দেলোয়ার হোসেন, মাধবপুরের ওসি হয়েছেন মানিকগঞ্জের মো. মাহবুব মোরশেদ খান, বাহুবলের নতুন ওসি হয়েছেন কুমিল্লার মো. সাইফুল ইসলাম, চুনারুঘাটের নতুন ওসি হয়েছেন জামালপুরের শফিকুল ইসলাম, বানিয়াচঙ্গের নতুন ওসি হয়েছেন কিশোরগঞ্জের শরীফ আহমেদ, আজমিরীগঞ্জের নতুন ওসি হয়েছেন মো. আকবর হোসেন. লাখাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. জাহিদুল হক।

প্রথম পাতা