স্টাফ রিপোর্টার ॥
গবেষনামূলক গ্রন্থ ‘হবিগঞ্জের মরমী সাধক’, ‘ভাষা আন্দোলনে হবিগঞ্জ’ এবং ‘সুফী দার্শনিক কবি শেখ ভানু’সহ বিভিন্ন মূল্যবান প্রন্থের প্রনেতা হবিগঞ্জের সাহিত্য অঙ্গনের প্রিয় পুরুষ তরফদার মোঃ ইসমাইলের ১২তম মৃত্যু বার্ষিকী আজ।
২০১৩ সালের ৩ ডিসেম্বর তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ সকালে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের পরকালীন আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু এবং মরহুমের ছেলে মোঃ ইফতেখার তরফদার তারেক।
এদিকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুরো মাস ব্যাপী মরহুমের রচিত সকল বই বিশেষ ছাড়ে পাওয়া যাবে রাজনগর রোডস্থ বইপত্র লাইব্রেরিতে।