চুনারুঘাট মাধবপুরের বেহাল রাস্তাঘাট টেকসই উন্নয়নের উদ্যোগ’র প্রতিশ্রুতি
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমান বলেছেন, নির্বাচিত হলে সাধারণ নাগরিকের সাথে সংসদ সদস্যদের বৈষম্য দূর করার চেষ্টা হিসাবে রাষ্ট্রীয় টেক্স ফ্রি গাড়ি তিনি নেবেন না। একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিহীন নাগরিকের  ভোটে নির্বাচিত হয়ে রাজউকের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবেন না। এলাকার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজে ব্যায় করা হবে। একই সাথে, মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিকায়ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি দুই উপজেলার বেহাল রাস্তাঘাট টেকসই উন্নয়নের উদ্যোগের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। মাধবপুরের বহরা ইউনিয় গন ও শাজাহানপুরের নো হাটি বাজারে ণসংযোগে তিনি এসব কথা বলেন। পূর্ব নোটিশ না দিয়ে তিনি তাৎক্ষণিক এই দুই জায়গায় গণসংযোগে গেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ তাঁর কথা শুনকে জড়ো হন। 
অলিউল্লাহা নোমান বলেন, দুর্নীতি রোধ করা গেলে এলাকায় টেকসই উন্নয়ন সম্ভব হবে। নতুবা উন্নয়ন কাজের অধিকাংশ অর্থ দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পকেটে চলে যায়। বাকী যে টাকা কাজে ব্যায় হয় তাঁতে যথাযথভাবে কাজ হয় না। এতে অল্প সময়ে সব আবার আগের মত হয়ে যায়। দুর্নীতির টাকা কাজে ব্যায় হলে উন্নয়ন হবে টেকসই। জুলাই বিপ্লবের আকাঙ্খা অনুযায়ী দুর্নীতিমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এমন প্রার্থী নির্বাচিত করতে হবে যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবেন। 
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শাসনের শুরুতে যখন ফ্যাসিবাদি হয়ে উঠার চেষ্টায় ছিলেন তখন থেকেই প্রতিবাদ করে আসছিলাম। এতে ফ্যাসিবাদি সরকারের আদালত কারাগারেও পাঠিয়েছিলেন। তারপরও দুর্নীতি এবং দু:শাসনের বিরুদ্ধে বলা এবং লেখা থামেনি। এক পর্যায়ে সত্য উম্মোচনের কারণে দেশত্যাগ করতে হয়েছিল। ফ্যাসিবাদের সাথে আপসহীন সংগ্রাম করেছে আমার দেশ পত্রিকা ও পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। এই লড়াইয়ের ক্ষুদ্র একজন কর্মী হিসাবে পাশে ছিলাম আমরা। 
তিনি বলেন, প্রতিটি মানুষ হচ্ছেন এমপি। তারা ভোট দিয়ে একজনকে সংসদে গিয়ে কথা বলা ও আইন প্রণয়নের জন্য পাঠান। সুতরাং এমন প্রার্থীকে ভোট দিতে হবে যিনি সৎ, যোগ্য এবং পরিক্ষীত। 
উল্লেখ্য গত ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এর আগে এই আসনে দলটির ঘোষিত প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান।

প্রথম পাতা