স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার, মিলনগঞ্জ বাজার ও রসুলগঞ্জ বাজারে এ গণসংযোগ করেন। এসময় তিনি রিকশা মার্কায় সকলের কাছে ভোট দোয়া ও সহযোগীতা কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালেহ আহমদ কামালপুরী, উপজেলা সদস্য মাওলানা বদরুল ইসলাম মাদানী ও মুফতি সাদিকুর রহমান প্রমুখ।