স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে তারা কাজ করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব ৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে চুনারুঘাট থানার ৬নং চুনারুঘাট ইউনিয়নের শ্রীকুঠা বাজারের জননী ফার্মেসীর সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চুনারুঘাট থেকে নতুন ব্রিজমুখী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সিগন্যাল দিলে গাড়িটি থামে। কিন্তু গাড়িতে থাকা তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়ির ব্যাকডালায় মাদকদ্রব্য গাঁজা লুকানো আছে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাকডালার মালামাল রাখার স্থানে খাকি রঙের কৃচ টেপে মোড়ানো নীল পলিথিনে রাখা পাঁচটি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার আশিগর গ্রামের মৃত আব্দুল মুনাফের পুত্র মো. শাহিন (২২), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র গুলজার আহমেদ (২৫)।
র্যাব জানায়, আটক দুইজন এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাচার ও বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী, পলাতক আসামির তথ্য এবং উদ্ধারকৃত ২২ কেজি গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।