বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে চালকসহ দুইজন নিহত
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মৌচাক পয়েন্টে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২য় পাতায় দেখুন) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকাগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ২১- ৮১৭৬) এর সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ( ঢাকা মেট্রো ট- ১৮- ২৬১৭) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মোস্তাকিম (৩৫) নিহত হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা লিটন গাজী নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন গাজীর মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম আশরাফুল মোস্তাকিম (৩৫)। তিনি সিলেট জেলার শাহপরাণ থানার কল্লল গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

প্রথম পাতা