বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা শ্রমিকদলের দোয়া মাহফিল
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা শ্রমিকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ নেক হায়াত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের চৌধুরী সোহেল, সহ-সভাপতি ময়না মিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কুতুব উদ্দিন ও আব্দুল কাইয়ুম, জেলা শ্রমিকদল নেতা সাহেদ আহেমদ রিপন, সৈয়দ হুমায়ুন কবির, আমির আলী, সেলিম আহমেদ, নাসির আহমেদ, সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, হবিগঞ্জ পৌর শ্রমিকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম খান, সদস্য সচিব আব্দুল হাই,  বাহুবল উপজেলা শ্রমিকদলের সভাপতি সানাউল হক চৌধুরী শানু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার চৌধুরী, লাখাই শ্রমিকদলের আহবায়ক আলী আহমেদ, মাধবপুর উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক লিটন পাঠান, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিকদলের আহবায়ক আকিকুর রহমান টিপু, নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দন, যুগ্ম সম্পাদক আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন চৌধুরী, পোস্ট অফিস শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা শাহ আলম ও আব্দুল হাই, পরিবহন শ্রমিক নেতা আলী হোসেন, আলমগীর হোসেন জুমন, আহমেদ ছায়েদ চৌধুরী, শাহজীবাজার রাবার বাগান শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া, শ্রমিকদল নেতা আব্দুল হান্নান, ফজর আহমেদ ফজলু, সাইফুল ইসলাম, আতাউর রহমান লিমন, ফজল মিয়া, গিয়াস উদ্দিন প্রমূখ।

প্রথম পাতা