পৌরসভার উৎপাদক নলকুপে ত্রুটি, পানি দেয়া হচ্ছে ১ বেলা
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের কালীবাড়ী পৌর পানি সরবরাহ প্রকল্পের ১টি উৎপাদক নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনকালে পানির সাথে বালি আসায় নলকূপটি এবং কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্পটি সচল রাখতে পারছে না হবিগঞ্জ পৌরসভা। উৎপাদক নলকুপে এ সমস্যা দেখা দেয়ায় ২ নভেম্বর মঙ্গলবার সকাল হতে কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্প হতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পৌর কর্তৃপক্ষের অনুরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা হতে অভিজ্ঞ জনবল এনে সমস্যা চিহ্নিকরণ ও সমাধানের উদ্যোগ নিয়েছে। একটি উৎপাদক নলকুপের এই সমস্যা সমাধানের পর দুটি উৎপাদক নলকুপ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্প হতে প্রতিদিন সকাল ৭টা হতে ৮ টা পর্যন্ত একবেলা পানি সরবরাহ করা হবে। কিন্তু বিকেল বেলা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পৌরসভা। উল্লেখ্য, বেবীষ্ট্যান্ড লৌহ দূরীকরণ প্রকল্প হতে যথারীতি পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। গ্রাহকগণের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পৌরসভা। 

প্রথম পাতা