খালেদা জিয়ার সুস্থতা কামনায় এড. গুলজার খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা যুবদল নেতা এডভোকেট গুলজার খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, সাবেক সহ সাধারণ সম্পাদক মো সেলিম মিয়া, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম জুয়েল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহনুর রহমান আকাশ, অরজিত দাশ, সাইফুল মেম্বার, দুলাল মিয়া, আরিফুর রহমান, শেখ মুহিন, অপু আহমেদ, সুমন মিয়া, আল-শাহিন, হাবিবুর রহমান মাসুক, মঈনুল হক পারভেজ, বিকাশ দাশ, সৈয়দ সোহাগ, তাবিজুল ইসলাম, এনাম মিয়া, পলাশ মিয়া, মাসুম মিয়া, ইসলাম উদ্দিন, ফজলে রাব্বী, শাওন সরকার, মো রাহুল, মামুন মিয়া, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, শহীদ আলী, সুমন মিয়া, নাঈম আহমেদ, সাজু আহমেদ, শাহীন মিয়া, সুমন আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম ইমন।

প্রথম পাতা