নবীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন
তারিখ: ৩-ডিসেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল মিয়া জানান, আশিকুর রহমান-বশর মিয়া গং এবং নজর মিয়া-তুরন মিয়া গংয়ের মধ্যে গত (১ ডিসেম্বর) রাতে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। তারই জের ধরে মঙ্গলবার সকালে উত্তেজনা বৃদ্ধি পেয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসআই মোঃ আনিসুল ইসলাম নেতৃত্বাধীন একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। 
ওসি মোঃ দুলাল মিয়া আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রথম পাতা