গোপায়া ইউপি আ’লীগ নেতা হোসাইন আহমদ রেজাকে কারাগারে প্রেরণ
তারিখ: ২১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসাইন আহমদ রেজাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে হোসাইন আহমদ রেজাসহ দুই আ’লীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা রেজার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। সে একটি মামলার এজহার নামীয় আসামী। হোসাইন আহমদ রেজা সদর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র। তার বিরুদ্ধে আওয়ামীলীগের শাসনামলে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। গ্রামের নিরীহ ব্যক্তির মামলাসহ নানা ভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে ওই আ’লীগ নেতার বিরুদ্ধে।

প্রথম পাতা