নিয়ম লঙ্ঘন করে জুলাই অভ্যুত্থানের পলাতক আসামী হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের বক্তব্য প্রকাশ করার অভিযোগে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) হবিগঞ্জ (২য় পাতায় দেখুন) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সই করা অফিস আদেশে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৫ ডিসেম্বর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ১১/২০২৩, ও ০৪, ১২, ১৬, ২১/২০২৪, ডিএমপি আদাবর থানার মামলা নং-০৪/২০২৪-এর পলাতক আসামি অ্যাডভোকেট মোঃ আবু জাহির-এর বক্তব্য প্রকাশিত হয়েছে। যা জুলাই ২০২৪ আন্দোলনে আহতদের অবমাননাসহ জনমনে প্রবল বিরূণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যে কারনে পুলিশ সুপার-এর কার্যালয়ের ডিএসবি/৬৫২৭ এর স্মারকে এক পত্রে অ্যাডভোকেট মোঃ আবু জাহির-এর প্রকাশিত বক্তব্যে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকাটির প্রতি সাধারণ জনগণের ঘৃণা ও আক্রোশ প্রবল হয়েছে বলে উল্লেখ করা হয়। এ্ছাড়া জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে' মর্মে উল্লেখ করেছেন এবং "দৈনিক হবিগঞ্জের মুখ' পত্রিকাটির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। ফলে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩" এর ধারা ২০ এর প্রদত্ত ক্ষমতাবলে দৈনিক হবিগঞ্জের মুখ এর ঘোষণাপত্র কেন বাতিল করা হবে না মর্মে সম্পাদক, প্রকাশক ও বার্তা সম্পাদককে কারণ দর্শানো হয়। এতে গত ১৮ ডিসেম্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী এবং বার্তা সম্পাদক সুরুজ আলী জেলা প্রশাসকের কাছে জবাব দাখিল করেন। দাখিলকৃত জবাব পর্যালোচনা করে সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।
আদেশ অনুযায়ী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ২০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক হবিগঞ্জের মুখ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়।