মাধবপুর প্রতিনিধি ॥
হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত চারজন প্রার্থী এক সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিএনপির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ জিকে গউছ ও হবিগঞ্জ-৪ সৈয়দ মোঃ ফয়সল উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রার্থীদের উদ্দেশে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের মানুষের মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রার্থীদের জনগণের কাছে বিএনপির ৩১ দফা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও শালীন রাজনৈতিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন। সভায় অংশ নেওয়া প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, জনমত এবং সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।
মতবিনিময় সভায় দলীয় নেতারা আশা প্রকাশ করেন, বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। সভা শেষে প্রার্থীরা তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।