সুলতানশীতে সৈয়দ পাগলা মিয়ার ২৭তম বাৎসরিক পবিত্র ওরস আজ
তারিখ: ২১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশীর দরবার-এ করিম হাবিলীতে সৈয়দ এনামুুল করিম শওকত ওরফে সৈয়দ পাগলা মিয়ার ২৭তম বাৎসরিক পবিত্র ওরস আজ। প্রতি বছরের ন্যায় আজ রোববার (৬ পৌষ) ওরস অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে গতকাল শনিবার থেকে সুলতানশী হাবিলীতে জেলার বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ নারী পুরুষ ভীড় জমিয়েছেন। ওরসে গরুসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করবেন ভক্তবৃন্দরা। এছাড়া ওরসে বসেছে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। এতে প্রশাসনিক ব্যবস্থাসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের সেবায় নিয়োজিত থাকবে স্থানীয় ওরস কমিটির লোকজন। আজ সারাদিন শেষে আগামীকাল সোমবার ভোররাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।

প্রথম পাতা