বানিয়াচংয়ে শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখায় ফিল্ড সুপারভাইজারের শাস্তি দাবি
তারিখ: ২১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসে বানিয়াচং নন্দী পাড়াস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা, আলেম-ওলামা এবং সর্বস্তরের মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে যখন গোটা জাতি শোকে মুহ্যমান এবং সরকার নির্দেশনা অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, তখন বানিয়াচং নন্দী পাড়াস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে একবারের জন্যও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অভিযোগ রয়েছে, কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার ইসহাক আলী ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকা ওড়াননি।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর ২৪-এর গণঅভ্যুত্থানে সমর্থনকারী রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ফিল্ড সুপারভাইজার ইসহাক আলী একজন দুর্নীতিবাজ কর্মকর্তা এবং তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন না। বরং জুলাই আন্দোলনে সমর্থনকারী শিক্ষকদের উদ্দেশ্যে অহেতুক গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
অপর একটি সূত্র জানায়, বানিয়াচংয়ের একটি আলোচিত ৯ মার্ডার মামলার অন্যতম আসামি মডেল কেয়ারটেকার (স্থগিত)-এর সঙ্গে ইসহাক আলীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উক্ত ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন লজিং থাকার সুবাদে তার পরামর্শেই ফিল্ড সুপারভাইজার ইসহাক আলী জুলাই সমর্থনকারী শিক্ষকদের বিরুদ্ধে দিনের পর দিন নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নিজের স্বজন ও ঘনিষ্ঠ শিক্ষকদের বিশেষ সুবিধা প্রদান করায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে।
শিক্ষকদের অভিযোগ, জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় পতাকা ইচ্ছাকৃতভাবে না ওড়ানোর মাধ্যমে শোক দিবসের অবমাননা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা জুলাই যোদ্ধা সমন্বয়করা ক্ষোভ প্রকাশ করে বলেন, বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পতাকা না টানায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে শাস্তির দাবি করছি।
এ বিষয়ে ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি কার্যালয়ে অনুপস্থিত থাকায় ভুলক্রমে কার্যালয়ে পতাকা টানানো হয়নি। এতে দুঃখ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। এ বিষয়ে বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় পতাকা কেন অর্ধনমিত রাখা হয়নি, তা সংশ্লিষ্টদের তলব করে বিস্তারিত জানতে চাওয়া হবে।

প্রথম পাতা