হাড়কাঁপানো শীতে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। বেডে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে দেয়া হচ্ছে চিকিৎসা। সরেজমিন বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এ ছাড়া নিউমোনিয়া ও অন্যান্য রোগে ভর্তি আছেন দুই শতাধিক। আক্রান্ত শিশুদের বেডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। এ ছাড়া জেলার বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হচ্ছে শীতজনিত রোগী। চিকিৎসকরা জানান, অস্বাভাবিক ঠান্ডার কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। তবে সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন তারা। ২৫০ শয্যার হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা বলেন,‘ তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। এ ছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে শিশু এবং বয়স্করাও ভর্তি হচ্ছেন। হাসপাতালের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছেন। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি সেবা দেয়ার।’ চিকিৎসকরা, নবজাতক ও শিশুদেরকে ঠান্ডা থেকে রক্ষায় গরম কাপড়, পরিধান করানো এবং হালকা গরম পানি দিয়ে গোসল করানোসহ ধূলা-বালি থেকে রক্ষা করার পরামর্শ দিয়েছেন।