মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আওয়ামীলীগ নেতা দুলাল মিয়া (৬৫)। সে শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। অপরজন হল সোলেমান মিয়া (৪২)। সে চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
জানা যায়, দিনভর পরিচালিত অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।