স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সজিব আহমেদ রাজিবকে আটক করা হয়েছে। শনিবার সকালে বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সে ডেভিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এমন অভিযান চলমান থাকে বলেও জানায় পুলিশ।