রশিদপুর বনবিটে বনদস্যুদের হানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছ উদ্ধার
তারিখ: ২১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট রেমা কালেঙ্গা বনাঞ্চলের রশিদপুর বিট এর বড়খোলা নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে বনদস্যুদের কবল থেকে গাছ উদ্ধার করেছে বনকর্মীরা। এসময় গাছ ফেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় বনদস্যুরা। 
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রেমা কালেঙ্গা বনাঞ্চলের রশিদপুর বিট এর বড়খোলা নামক স্থানে একদল বনদস্যু গাছ পাচারের জন্য বনে প্রবেশ করে। এসময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে রশিদপুর বিট অফিসার মোঃ রেজভী বিশ^াসকে খবর দেয়। খবর পেয়ে কালেঙ্গা বিট অফিসার মোঃ আল আমিন, সিএমসি’র সহ-সভাপতি ইখলাছ মিয়া ও সিপিজির সদস্যসহ স্থানীয়দের নিয়ে অভিযান চালান বিট অফিসার মোঃ রেজভী বিশ^াস। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে বনদস্যুরা কৌশলে পালিয়ে যায়। এসময় ৩৪ টুকরো আকাশমনি গোল কাঠ যার পরিমাণ ৮৩.২১ ঘনফুট ও ৫টি আকাশমনি মোথা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে সার্বিক দিক নির্দেশনা দেন বিভাগীয় বন কমকর্তা মোঃ আব্দুর রহমান।
এ ব্যাপারে রশিদপুর বিট অফিসার মোঃ রেজভী বিশ^াস বলেন, গাছ পাচারের উদ্দেশ্যে বনদস্যুরা বনে প্রবেশ করেছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে উল্লেখিত গাছগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসি। এ বিষয়ে বন মামলার প্রক্রিয়াধীন রয়েছে। ইতিপূর্বেও বনদস্যুরা বন থেকে বেশ কয়েকটি সেগুন গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইসময় অভিযান পরিচালনা করে বনদস্যুর কবল থেকে গাছগুলো উদ্ধার করা হয়। আমরা আমাদের স্বল্পসংখ্যক লোকবল নিয়েও বন রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রথম পাতা