বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনায় স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে হবিগঞ্জের জহিরুল হক এর অংশগ্রহন
তারিখ: ২১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন হবিগঞ্জের সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
জানা যায়, এ বছরের ১৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে “১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রনের হন্য মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ৫০ (পঞ্চাশ) শিক্ষার্থীর নামের তালিকা প্রয়োজন” উল্লেখ করা হয়। পরবর্তিতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করে নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাবর আমন্ত্রন পত্র প্রেরন করেন। তদনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে সস্ত্রীক অংশগ্রহনের জন্য আমন্ত্রন পান।  
উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮ সালের বিএসএস সম্মান পরীক্ষায় (অনুষ্ঠিত ২০০০ সাল) তার শিক্ষাবর্ষে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগ থেকে সমগ্র বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংশনসহ সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য ৩য় সমাবর্তনে রাষ্ট্রপতি বা চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ১৯৯৯ সালের মাস্টার্স পরীক্ষায় (অনুষ্ঠিত ২০০২সাল) স্কুল অব সোস্যাল সায়েন্সেস এ ডিস্টিংশনসহ সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য ভাইস চ্যান্সেলর পদক পান। অনার্স পরীক্ষায়ও স্কুল অব সোস্যাল সায়েন্সেস এ ডিস্টিংশনসহ সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্যও ভাইস চ্যান্সেলর পদক পান। এছাড়া উভয় পরীক্ষায় বিভাগে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য দুটি বুক মেডাল পান। অনার্স পর্যায়ে তিনি বাংলাদেশ মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ডও লাভ করেন। পরবর্তিতে তিনি যুক্তরাজ্য সরকার প্রদত্ত দু’বার কমনওয়েলথ স্কলারশিপ লাভ করে লিডস মেট থেকে পিস এন্ড ডেভেলপমেন্টে মেরিটসহ মাস্টার্স ও লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ এ পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

প্রথম পাতা